১৮শ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:০০ এএম, ১৪ জুন ২০১৯

রংপুরে ১৮শ ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ হারুন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হারুন ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আফজাল হোসেন জানান, রেক্টিফাইড স্পিরিটের একটি বড় চালান ঢাকা থেকে এসএ পরিবহনে রংপুরে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদ হোসেন ও ইন্সপেক্টর তরুণ কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেন। একপর্যায়ে অভিযান চালিয়ে রংপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে ১৮শ ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ হারুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।