বরগুনায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বরগুনার আমতলী উপজেলার পনিরাশার বিল এলাকায় ফরিদ (৩৩) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার বানাতি গরুর হাট থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের আবু হাওলাদারের ছেলে।
নিহত ফরিদের খালু খলিল হাওলাদার জাগো নিউজকে জানান, সোমবার সকালে ফরিদ ও তার মামা মুছা শরীফ পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার বানাতি গরুর বাজারে গরু কিনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে।
এ সময় মামা কোনো মতো পালিয়ে এসে খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ফরিদের মৃত্যু হয়। এদিকে, ফরিদের কাছে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে জানান, রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এসএস/পিআর