বি.বাড়িয়ায় নৌকাবাইচে মাঝিদের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৬:০১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচে প্রতিযোগী দুই নৌকার মাঝিদের সংঘর্ষে এরশাদ (৪৫) নামে আহত এক মাঝির মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এরশাদ জেলার বিজয়নগর উপজেলার গোপিনাথপুর এলাকার হেকমত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে তিতাস নদীর মেড্ডা শশ্মানঘাট এলাকায় জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের নৌকার সঙ্গে একই উপজেলার মনিপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের নৌকার ধাক্কা লাগে। এসময় উভয় নৌকার মাঝিরা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বুল্লা গ্রামের এরশাদসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় এরশাদকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।