আনসার একাডেমি থেকে প্রশিক্ষণার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১২ জুন ২০১৯
ফাইল ছবি

গাজীপুরের সফিপুর আনসার একাডেমি থেকে দীনবন্ধু বিশ্বাস (২৪) নামে প্রশিক্ষণরত এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে একাডেমির ৬নং ব্যারাকের একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দীনবন্ধু বিশ্বাস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দীগ্রাম এলাকার বিমল কুমার বিশ্বাসের ছেলে। তিনি আনসার একাডেমিতে মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণরত ছিলেন।

কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, দীনবন্ধু বিশ্বাস আনসার একাডেমিতে ৭০ দিনের মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণরত ছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের ৫৯তম দিন। এদিন ভোরে নাস্তার বিরতির সময় তিনি একাডেমির ৬নং ব্যারাকের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি টয়লেটে যান। তার ফিরতে দেরি হওয়ায় সতীর্থরা সেখানে গিয়ে স্যানিটারি পাইপের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে একাডেমি কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তবে কেন বা কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।