চাঁদপুরে ৩ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:৫১ এএম, ১১ জুন ২০১৯

নিহতরা হলেন, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী একাউন্ট অফিসার এমরান হোসেন ও তার ভাগনি শিশু ফাতেমা আক্তার। অপর আরেক দুর্ঘটনায় ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ আহমেদ জানান, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশাটি ঘোষের হাট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ব্যাংক কর্মকর্তা এমরান হোসেন। আহত বাকি চারজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত শিশু ফাতেমাকে ঢাকা নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে আহতদের দেখতে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান হাসপাতালে ছুটে আসেন। আহতদের চিকিৎসায় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
ঘাতক বাস ও চালক হেলফারদের আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

একই সড়কের পল্লী বিদুৎ এলাকায় একটি দ্রুতগামী পিকআপভ্যান এক পথচারী ঝর্ণা নামে এক নারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হাজীগঞ্জ শ্রীপুর থেকে কবিরাজের কাছে আসার পথে এ দুর্ঘটনা হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

ইকরাম চৌধুরী/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।