ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রাম্য চিকিৎসক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১১ জুন ২০১৯

নওগাঁর মান্দায় ইয়াবা ও ফেনসিডিলসহ মাহাবুর রহমান (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে চেম্বার থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার খালাতো ভাই রেজাউল করিম মিন্টুকেও (৩৬) আটক করা হয়। মাহাবুর রহমান উপজেলার ভারশোঁ ইউনিয়নের নূর মোহাম্মদ সরদারের ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক ও এএসআই আব্দুল মালেক সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে দেলুয়াবাড়ী বাজারে মাহাবুর রহমানের চেম্বারে অভিযান পরিচালনা করে।

চেম্বার তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা এবং এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় গ্রাম্য চিকিৎসক মাহাবুর রহমান ও তার খালাতো ভাই রেজাউল করিম মিন্টুকে আটক করা হয়।

ওসি বলেন, ইতঃপূর্বে মাহাবুর রহমান মাদক নিরাময় কেন্দ্রে ছিলেন। মাদক সেবনের পাশাপাশি চিকিৎসাসেবার আড়ালে মাদকের ব্যবসায় জড়িত হয়ে পড়েন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আব্বাস আলী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।