বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে আগুনে পুড়ে মরলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১০ জুন ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে আগুনে পুড়ে স্বপ্না বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত স্বপ্না উপজেলার কাইতলা ইউনিয়নের পশ্চিমপাড়া মহল্লার ইউনুস মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।

নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মো. আবদুর রহিম জাগো নিউজকে বলেন, স্বপ্না তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার দুপুরে বাচ্চার জন্য চুলায় দুধ গরম করার সময় তার ওড়নায় আগুন লেগে যায়। একপর্যায়ে সেই আগুনে তার পুরো শরীর পুড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসক স্বপ্নাকে ঢাকায় পাঠান। রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।