বগুড়ায় ভটভটি উল্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:২২ এএম, ১০ জুন ২০১৯

 

বগুড়ায় শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলার পদ্মপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।

জানা গেছে, দুই ভাই রাজশাহী থেকে দুটি মহিষ কিনে ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পদ্মপুকুর মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে যায়। এর নিচে চাপা পড়ে দুই ভাই এবং একটি মহিষের মৃত্যু হয়। চালক আহত অবস্থায় ভটভটি ফেলে রেখে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নন্দীগ্রাম থানার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ভটভটি চালককে খুঁজে পাওয়া যায়নি। তার নাম পরিচয়ও জানা যায়নি। নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া মহিষের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।

লিমন বাসার/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।