ধাক্কা দিয়ে মা-মেয়েকে মেরে ফেলল ইউনিক বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৯ জুন ২০১৯

ফেনীতে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া রেস্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম জানান, ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬) তার মেয়ে ফারিয়া আক্তারসহ (১৬) পরিবারের সদস্যরা সিএনজিযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের বাবার বাড়িতে আসছিলেন।

তাদের বহনকারী সিএনজিটি মহাসড়কের লেমুয়া রেস্ট হাউজের সামনে এসে পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিবি জোহরা মুন্নিকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি ফারিয়া আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আউয়াল বলেন, সড়ক দুর্ঘটনার দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।