আমার এলাকার উন্নয়ন দেখতে ছুটে আসবে দেশের মানুষ : তন্ময়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৯ জুন ২০১৯

বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আমি বাগেরহাটের উন্নয়নের জন্য এখান থেকে নির্বাচন করিনি। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে এখান থেকে নির্বাচন করেছি। আগামীতে আমার এলাকা অর্থাৎ বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের উন্নয়ন দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে মানুষ।

রোববার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ সারহান নাসের তন্ময় বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মূল্যায়ন করতে হবে। তাদের অনেক ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ এই অবস্থায় এসেছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে প্রবীণদের সম্মান করা। আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মূল্যায়ন ও সম্মান করতে হবে।

Mp-Shaik-Tonmoy

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন প্রমুখ।

ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে এমপি শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসীর খোঁজখবর নেন।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।