মোবাইল কোর্টের অভিযানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ জুন ২০১৯

খুলনায় ১৮০ জন যাত্রীর কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে স্থানীয় বাস কাউন্টারগুলো। রোববার জেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্টের অভিযানের ফলে অতিরিক্ত হিসেবে নেয়া ২৫ হাজার টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য হন তারা।

এসময় টুংগীপাড়া এক্সপ্রেস, হানিফ পরিবহন, ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের কাউন্টারকে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান।

khulna-bus

তিনি বলেন, ঈদ-পরবর্তী সময়ে জনসাধারণের যাত্রা নিরবচ্ছিন্ন ও সহজ করতে জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রোববারও জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি পরিবহনের কাউন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে প্রায় ১৮০ জন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত হিসেবে নেয়া প্রায় ২৫ হাজার টাকা ফেরত দেয়ার ব্যাবস্থা করা হয়। এ ঘটনায় দায়ী টুংগীপাড়া এক্সপ্রেস, হানিফ পরিবহন, ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের কাউন্টারকে সতর্ক করা হয়েছে।

আলমগীর হান্নান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।