ভিন্নজগতের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৯ জুন ২০১৯

রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগতের সুইমিংপুলে মামার সঙ্গে গোসলে নেমে ডুবে মৃত্যু হয়েছে ভাগ্নে তানভীর হোসেনের (৮)। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর শালবন এলাকার বাবলু মিয়ার মেয়ে লায়লা বেগম ও তার স্বামী শ্যামল মিয়া কুমিল্লায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদ উপলক্ষে স্বামী ও সন্তান নিয়ে বাবার বাড়িতে আসেন লায়লা। শনিবার বিকেলে ছেলে ও ভাইকে সঙ্গে নিয়ে তিনি ভিন্নজগৎ বেড়াতে যান।

সেখানে মামা সাঈদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমে নিখোঁজ হয় তানভীর। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন সুইমিংপুল থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভিন্নজগৎ কর্তৃপক্ষ এ ঘটনা তাদের কোনো রকম অবহেলার কারণে ঘটেনি বলে দাবি করেছে। তাদের দাবি, শিশুদের জন্য আলাদা সুইমিংপুল আছে। সেখানকার পানির গভীরতাও কম। কিন্তু শিশুর মামা নিজেই তাকে বড়দের সুইমিংপুলে গোসল করতে নামিয়েছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শিশুটি তার মামার সঙ্গে বড়দের সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। পানির গভীরতা বেশি ছিল, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।