গরু ফসল নষ্ট করায় সংঘর্ষের জেরে বৃদ্ধ ‘নিহত’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৭ জুন ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ফুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ১০-১২ দিন আগে গরু জমিতে ঢুকে ফসল নষ্ট করার জেরে আতিকুড়া গ্রামের একই গোষ্ঠীর আব্দুল আউয়াল ও লিটন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার দুপুরে দু’পক্ষকে নিয়ে বসেন। বৈঠক চলাকালে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বৃদ্ধ ফুল মিয়া মারা যান।

নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল সঞ্চয়/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।