সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৭ জুন ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্ত থেকে আতাবুল (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার ভোরে ঠাংঝাড়া সীমান্তে ৯০৭নং মেইন পিলারের ১০নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। আতাবুল উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার ঠাংঝাড়া সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের আরকেবাড়ী ১৪৩নং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও আতাবুলকে (২৮) আটক করে বিএসএফ।

রংপুর-৫১ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাবুল একজন গরু পারাপারকারী। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।