বেনাপোলে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম
যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামে সফিউদ্দিন বিশ্বাস (৪০) নামের এক স্থানীয় আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, তার অবস্থার আরো অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলে তার স্বজনেরা জানান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।
স্বজনেরা জানান, যুবলীগ নেতা ইকবল-নিয়ামত বাহিনী রোববার বিকেল ৩টার দিকে বাড়িতে ঢুকে সফিউদ্দিনকে লক্ষ্য করে ২টি বোমার বিস্ফোরণসহ এক রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় সফিউদ্দিন দৌঁড়ে মাজেদ মেম্বরের ঘরে পালানোর চেষ্টা করে। পরে সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে নিহত ভেবে চলে যেতে লাগে। এ সময় সফির বড় ভাই শাহাবুদ্দিন বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামবাসী সূত্রে আরো জানা যায়, ইকবল-নিয়ামত বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে চলেছে। ঘরের টাইলস থেকে শুরু করে মাঠের বাড়ির মোটর পর্যন্ত চুরির সঙ্গে তারা জড়িত। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় এলাকার সাধারণ মানুষ তাদের ভয়ে কিছু বলতে সাহস পায় না।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় রোববার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই উজ্জ্বল ও রহমত নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে। অন্যান্যরা পলাতক রয়েছেন। তাদের আটকে অভিযান চলছে।
জামাল হোসেন/এসএস/আরআইপি