টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৭ জুন ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পেছনের পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ৮ রাউন্ড কার্তুজ, ১১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

নিহতরা সম্প্রতি এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন বলেও জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন, টেকনাফের লেদা ক্যাম্পের সি ব্লকের আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০), উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৩ এর সি-১ এর নুর মহাম্মদের ছেলে সামশুল আলম (৩৫) ও একই ক্যাম্পের সি-২ এর মুক্তার আহমেদের ছেলে নুরুল আলম (২১)।

বন্দুকযুদ্ধে তিন কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- সৈকত বড়ুয়া, আরশেদুল হক ও সেকান্দর।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, সম্প্রতি তিন বছরের শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি করেছিল নিহত তিনজন। পরে পুলিশের অভিযানে ওই শিশুকে ছেড়ে দেয় তারা। তারা মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পেয়েছে পুলিশ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।