ঝালকাঠিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৬ জুন ২০১৯
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ভাসমান অবস্থায় জালাল সিকদার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মালুহার গ্রামের পশ্চিম কামদেবপুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জালাল সিকদার পার্শ্ববর্তী ভারানী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কামদেবপুর খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত জালাল সিকদারের ছেলে বজলুল সিকদার জানান, তার বাবা অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই গভীর রাতে তিনি খালে গোসল করতেন। গত রাতে ভারনী খালে গোসল করতে গিয়ে আর ফেরেননি। রাত থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী পশ্চিম কামদেবপুর খালে তার ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে আমরা এসে মরদেহটি শনাক্ত করেছি।

নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, খাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।