ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৬ জুন ২০১৯

নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাগলাজুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের দিনমজুর আলম মিয়ার ছেলে তামিম (৫) ও শামিম (৪)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তামিম ও শামিম অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে খালের পাড়ে খেলা করছিল। এসময় ছোট ভাই শামিম হঠাৎ খালের পানিতে পড়ে যায়। তখন বড় ভাই তামিম তাকে বাঁচাতে খালের পানিতে ঝাঁপ দেয়। এতে দুইজনেই পানিতে ডুবে যায়। তখন খালের পাড়ে থাকা অন্যান্য শিশুরা দৌড়ে গিয়ে তাদের পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা সন্ধান করে দুপুর ২টার দিকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।

এ মর্মান্তিক ঘটনায় মৃত শিশুদের মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসাইন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।