পর্যটকে মুখর ধরলার পাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৬ জুন ২০১৯

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিনোদনকেন্দ্র না থাকায় আনন্দোৎসব উপভোগ করতে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম ‘শেখ হাসিনা ধরলা সেতুটি’ বেছে নিয়েছেন পর্যটকরা।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সেতুটি অবস্থিত। উপজেলা সদর থেকে এর দূরত্ব দুই কিলোমিটার। বুধবার ঈদের প্রথম দিন বিকেলে ও ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেলে ধরলার পাড়ে হাজারও মানুষের ভিড় দেখা যায়। কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড় ছিল মানুষের ঢলে উৎসব মুখর।

ঈদের আনন্দ উদযাপন করতে কেউ ঘুরছেন পায়ে হেঁটে, কেউ রিকশা, ইজিবাইক, বাইসাইকেল ও মোটরসাইকেলে। কেউ মেতেছেন মহিষের গাড়ি নিয়ে। আবার কেউ ডিঙি নৌকায় চেপে ধরলার বুকে ঘুরছেন। ঈদ উৎসবকে কেন্দ্র করে ধরলা পাড়ে বসেছে ছোটবড় দোকানের পসরা। পাওয়া যাচ্ছে ফুচকা, চানাচুর, আইসক্রিম, বেলুন ও মেয়েদের চুড়ি-ফিতা।

লালমনিরহাট থেকে সোনালী আক্তার ও মোনালিসা এবং নাগেশ্বরী উপজেলা থেকে সাথী ও জীবন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সঙ্গে এখানে এসেছি। সব মিলিয়ে এবারের ঈদ আনন্দটা ভালোই উপভোগ করেছি আমরা।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।