দুই শিশুর প্রাণ কেড়ে নিল বেপরোয়া প্রাইভেটকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৬ জুন ২০১৯
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় একটি বেপরোয়া গতির প্রাইভেটকারের চাপায় দুই শিশু নিহত হয়েছে। ঈদের দিন বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা আশা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার আতাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিসান (৮) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে কাউসার (১০)। তার আপন চাচাতো ভাই।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়ক ফাঁকা পেয়ে গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। বুধবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেটকার দুই পথচারী শিশুকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহত শিশু জিসানের বড় ভাই নূর উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।