‘মিথ্যা অভিযোগ’ তুলে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৬ জুন ২০১৯

নোয়াখালীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও এক পুরুষ শ্রমিককে গাছে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো হয়েছে। বুধবার রাতে ওই নারী বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।

মামলায় সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর এলাকার জাফর নামে এক গ্রাম্য চিকিৎসকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই নারী বুদ্ধিনগর এলাকায় থেকে স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। তিনি মা ও দুই সন্তানকে নিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

তাকে ও এক পুরুষকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর পাশে নারীকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন জাফর। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিকেও লাঠি দিয়ে পেটানো হয়। দফায় দফায় মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখা অবস্থার তার মাথার চুল ফেলে ন্যাড়া করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বলেন, তিনি তার সহকর্মী ওই নারীর কাছে দুই হাজার টাকা পেতেন। টাকা আনার জন্য রোববার সকালে তার বাড়ি গেলে স্থানীয় কিছু লোকজন ‘মিথ্যা অপবাদ’ দিয়ে তাকে ধরে নিয়ে যায়। পরে তার সহকর্মী ও তার মা অনুরোধ করলেও তাকে ছাড়া হয়নি। উল্টো ওই নারীকেও মারধর করা হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর বুধবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারী, জাফরের স্ত্রী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।