ছাগল খেতে গিয়ে ধরা পড়ল অজগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৫ জুন ২০১৯

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের পাশে রাধানগরে ছাগল খেতে গিয়ে ধরা পড়েছে একটি অজগর সাপ। বুধবার বিকেলে সাপটি ধরেন স্থানীয় ব্যবসায়ী শামসুল হক। তবে ছাগলটি মারা গেছে।

শামসুল হক জাগো নিউজকে বলেন, প্রায়ই আমাদের গ্রামে এসে ছাগল খায় অজগর। ১৫ দিনে আগেও একটি ছাগল খেয়েছে এক গরীব কৃষকের। আজ একটি ছাগলকে ধরলে তার মালিক আমাকে ডাক দেয়। পরে ২/৩ জনের সহযোগিতায় আমি গিয়ে অজগরটি ধরি। কিন্তু এরই মধ্যে ছাগলটি মারা যায়। পরে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছি।

বিজ্ঞাপন

mowlavibazar

তিনি আরও বলেন, প্রায়ই গরিব কৃষকের ছাগল ও মোরগ খায় অজগর। কিন্তু গ্রামবাসী সাপ মারে না। যেহেতু গরিব কৃষকদের ক্ষতি হচ্ছে তাই তাদেরকে বন বিভাগ কিছু ক্ষতিপূরণ দিলে সাপ ও কৃষক উভয়ের লাভ হতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জাগো নিউজকে জানান, অজগর সাপের বিচরণ ভূমি ৪ থেকে ৬ কিলোমিটার। আগের থেকে বন ছোট হয়ে গেছে এবং বনের পাশে মানুষের বসতি গড়ে উঠেছে। তাছাড়া একটি অজগরকে বন্য পরিবেশে হরিণ বা অন্য শিকার ধরতে যে কষ্ট করতে হয় তার থেকে গৃহপালিত ছাগল এবং মোরগ ধরে খাওয়া অনেক সহজ।

রিপন দে/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।