পানিতে ডুবে থাকে ঈশ্বরদী পৌর এলাকার রাস্তাগুলো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৫ জুন ২০১৯

ঈশ্বরদী পৌর এলাকার প্রাণ কেন্দ্র বলে পরিচিত পূর্বটেংরী আমবাগান এলাকার রাস্তা-ঘাট ঈদের দিন সকালের বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে গেছে। অনেকদিন থেকেই এখানে সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। বাড়িতে পানি ঢুকে ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগীরা মনে করছেন পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলায় এমনটা হচ্ছে। তারা উদ্যোগ নিলেই সমাধান হবে। পবিত্র ঈদুল ফিতরের দিনে ভোরের বৃষ্টিতেই শহরের আমবাগান কলোনীর রাস্তা-ঘাট বৃষ্টির পানিতে যেভাবে তলিয়ে গেছে তাতে স্বাভাবিক চলাফেরাও বন্ধ হয়ে গেছে।

নোংরা পানি পেরিয়ে ঈদের নামাজ আদায় করতে গিয়ে ভিজতে হয়েছে শত শত মুসুল্লিকে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, আর বিশ্ব পরিবেশ দিবসের দিনে পরিবেশের এমন অবস্থা বিরাজ করছে প্রথম শ্রেণির পৌরশহরে। রাস্তায় বৃষ্টির পানির কারণে ছেলে-মেয়েরা নতুন পোশাক পরে বাড়ি থেকে বের হতে পারেনি।

JANODABI-19

আমবাগানের স্থায়ী বাসিন্দা আব্দুস সামাদ, সাকিবুল হাসান, হাসিনা খাতুন, জাহানারা বেগম, সাহাব উদ্দিন ও মেহেদি হাসান বলেন, ঘন বসতি হওয়ার কারণে এ এলাকায় পৌরকর বেশি আদায় হয়ে থাকে। আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও আমরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

এ বিষয়ে জানতে পৌর মেয়রের মোবাইল নম্বরে কয়েকবার কল দেয়া হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।