গাইবান্ধায় পুকুর থেকে মিষ্টির কারিগরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৫ জুন ২০১৯

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার একটি পুকুর থেকে দুর্যোধন বর্মন (৮০) নামের এক মিষ্টির কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বোনারপাড়া রেল স্টেশনের লোকো সেট (ইঞ্জিন মেরামত দফতর) সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত দুর্যোধন সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মৃত দিগেন্দ্র নাথ বর্মনের ছেলে।

মৃত দুর্যোধনের ছেলে হরিপদ বর্মন জানান, তার বাবা সাঘাটা বাজারের একটি মিষ্টির দোকানের কারিগর ছিলেন। গতকাল মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার বাবা কিছু দিন আগ থেকে মানসিক ভারসাম্য হারিয়ে এলোমেলা ঘোরা-ফেরা করছিল বলেও জানান হরিপদ বর্মন।

সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই আব্দুল জলিল জানান, ঈদের নামাজ শেষে স্থানীয়রা বোনারপাড়া রেলওয়ে স্টেশনের লোকো সেট (ইঞ্জিন মেরামত দফতর) সংলগ্ন পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।

জাহিদ খন্দকার/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।