রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২০ এএম, ০৫ জুন ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্রসহ প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক জানান, আগুনে জেনারেটর ইউনিটটি পুড়ে ছাই হয়ে গেছে। এই ইউনিটের ভেতরে থাকা জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মীর আব্দুল আলীম/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।