মাংসের দাম বাড়ানোয় কশাইকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৪ জুন ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া বাজারে ৫৫০-৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রির অপরাধে কশাই হামিদ ও আব্দুল করিমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এ জরিমানা আদায় করেন। এ সময় ৪৮০ টাকা দরে মাংস বিক্রি করার নির্দেশ দেন তিনি।

জানা গেছে, দই মিষ্টি ও মাংসের বাজারে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে সোমবার থেকেই। দই ও মিষ্টি নির্ধারিত দরে বিক্রি হলেও সকাল থেকে মাংসের দর চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। কসাইদের মনগড়া দামে মাংস বিক্রি শুরু হয়। খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে কয়েকজন ব্যবসায়ীর জরিমানা হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

আসিফ ইকবাল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।