কক্সবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৪ জুন ২০১৯

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে দোকানের জমির বিরোধ নিয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছেন। ২৯ মে রাতে ছুরিকাঘাতে আহত হওয়া ভাতিজা চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মো. বেলাল উদ্দীন (২৯) ভারুয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁন্দুপাড়ার ছৈয়দুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এলাকায় একটি চায়ের দোকানের জমির দখল নিয়ে গত ২৯ মে রাত সাড়ে দশটার দিকে বেলাল উদ্দিনের সঙ্গে চাচা মোহাম্মদুল হকের মতবিরোধ হয়। মতবিরোধ এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর মোহাম্মদুল হকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বেলাল উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পাঁচদিনের মাথায় সোমবার (৩ জুন) বিকেলের দিকে বেলাল মারা যান।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান খান বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে এসআই আবুল বাসারের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। হত্যার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

সায়ীদ আলমগীর/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।