কুষ্টিয়ায় দুই দিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

কুষ্টিয়া সদর উপজেলায় ইন্টারনেট সপ্তাহ ও দুই দিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনারকলি মাহবুব।

উপজেলা নিবার্হী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফরিদা হুসাইন, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অইসিটি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বক্তব্য রাখেন, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তরুজ্জামান বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার তুহিনুল ইসলাম, হাটশ হরিপুর ইউনিয়নের উদ্যোক্তা আরিফুল ইসলাম, বারখাদা ইউনিয়নের সচিব শফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনারকলি মাহবুব বলেন, সরকারের এ উদ্যোগের কারণে এখন স্কুল-কলেজ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে। প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা চালু হয়েছে। এখান থেকে সাধারণ মানুষ সব ধরনের তথ্য পাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নতর উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দিন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ, সরকারি কর্মকর্তা, এনজিও ও ই-কমার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। মেলায় প্রায় ২৫টি স্টল অংশ নিয়েছে।

আল-মামুন সাগর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।