দুই ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে নৌচলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০২ জুন ২০১৯

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। রোববার সকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে এ রুটে নৌযান চলাচল শুরু হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৈরী আবহাওয়ায় বেলা পৌনে ১১টার দিকে পদ্মা উত্তাল হয়ে উঠলে নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আবহাওয়া অনুকূলে এলে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এতে শিমুলিয়া ঘাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে এবার ৩টি রো-রো ফেরিসহ মোট ১৮টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। এছাড়া নৌরুটে ৮৭টি লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট চলাচল করছে।

তবে শিমুলিয়া ঘাটে গাড়ির তেমন চাপ নেই বলে জানিয়েছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম। ঘাটে গাড়ি নেই। সব মিলিয়ে ৫০টি গাড়িও হবে না বলে জানিয়েছেন তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।