পাবনা এক্সপ্রেসের ধাক্কায় ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০২ জুন ২০১৯

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২ যাত্রী।

রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই সড়কের উভয়পাশে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার কয়ড়াকৃষ্ণ গ্রামের রেজাউল করিমের ছেলে নুর ইসলাম (৪৫), একই গ্রামের জব্বারের ছেলে মোহাম্মদ (৩৫), সবুজ (২৫), জয়নাল সরকারের ছেলে জয়েন উদ্দীন (৫০), বেদকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে মান্না (৪৫), পাগলা বোয়ালিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল (৩৫), বড়হর গ্রামের ইনসাফ আলীর ছেলে আক্তার (৪২), হাফিজ ও সদর উপজেলার কোনাগাঁতী গ্রামের আব্দুল করিমের ছেলে হাফিজ উদ্দিন (৩২)।

Pabna-Express

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে যাত্রীবাহী 'পাবনা এক্সপ্রেস' বাসটি (ঢাকা মেট্রো-১৪-৭৮৩৭) পাবনায় যাচ্ছিল। বগুড়া নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে উল্লাপাড়া বাজার থেকে হাটিকুমরুলগামী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ আটজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাফিজ নামে আরও এক যাত্রীর মৃত্যু হয় বলেও জানান ওসি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, পাবনা এক্সপ্রেসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আট লেগুনা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই সড়কের উভয়পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।