প্রতিবন্ধীদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০২ জুন ২০১৯

সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতিবন্ধীদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক দেয়া হয়।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।