সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ ও মৌলভীবাজার
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ জুন ২০১৯
ফাইল ছবি

আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জের রশিদপুর নামক স্থানে কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ৷

রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের দুটি বগি হবিগঞ্জের রশিদপুরে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রশিদপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে দুটি বগিসহ এর ইঞ্জিন লাইনচ্যুৎ হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে এবং সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।

রিপন/খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।