সৈয়দপুরের অপহৃতা নারীকে ফেনী থেকে উদ্ধার


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

পুলিশ অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুরের এক নারীকে উদ্ধার করেছে ফেনী থেকে। এ ঘটনায় অপহরণকারীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় সৈয়দপুর ও ফেনী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের ফেনী থেকে সোমবার দুপুর ১২টায় নীলফামারী নিয়ে আসা হয়েছে।

সৈয়দপুর শহরের ওয়াপদা ফকিরপাড়া এলাকার কোরবান আলীর মেয়ে রীনা আক্তারের (২১) সঙ্গে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরামপাড়ার দুই বছর আগে সাকি মাহমুদের ছেলে ফারুক হোসেনের (২৫) বিয়ে হয়। পূর্ব পরিচয়ের সূত্র ধরে নীলফামারী সদরের বড় সংগলশী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আহসান হাবিব রাব্বী (২৫) ওই নারীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মেয়ের বাবা চলতি বছরের ৮ জুন একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ফেনী পুলিশের সহযোগিতায় ফেনী সদরের আলোকদিয়া মোটর গ্যারেজ থেকে জাহাঙ্গীরকে আটক এবং ওই নারীকে উদ্ধার করে সোমবার দুপুর ১২টায় সৈয়দপুরে নিয়ে আসেন। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।