৮৫ শিশু পেল রঙিন জামা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০১ জুন ২০১৯

সামিয়ার বাবার রোজগারে কোনো রকমে সংসার চলে। দুমুঠো ভাতের জন্য যেখানে নিরন্তন সংগ্রাম, সেখানে সন্তানদের জন্য ঈদের নতুন জামা কেনাটা অসম্ভব দিনমজুর বাবা মাজেদের পক্ষে। কিন্ত ঈদের আগে তাদের হাতে নতুন জামা তুলে দিলেন ঝিনাইদহ ফেসবুক গ্রুপ হেব্বি নামে একটি অনলাইন ভিত্তিক সংগঠন।

শুধু সামিয়া নয়, তার মত সুবিধাবঞ্চিত আরও ৮৫ শিশু ঈদের আগে রঙিন জামা পেয়ে উচ্ছ্বসিত। শনিবার দুপুরে ঝিনাইদহ চান্দা হল কমিউনিটি সেন্টারে নতুন জামা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম মধু, দুরন্ত সভাপতি জুই, হেব্বি গ্রুপের সভাপতি ফারুক ইমরান, গ্রুপের প্রধান জাহান লিমন।

পোশাক দেয়ার সময় কমিশনার মো. সাইফুল ইসলাম মধু বলেন, ঈদে নতুন পোশাক পড়ে ঘুরে বেড়াবে এটাই সব শিশুদের ইচ্ছা। তবে এতিম, অসহায়, দুঃস্থ পরিবারের অনেক শিশু এই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সংগঠনের প্রধান জাহান লিমন বলেন, ঈদে পোশাক কেনার সামর্থ্য নেই এমন ৮৫ শিশুকে বাছাই করেছেন গ্রুপের সদস্যরা।

আব্দুল্লাহ আল মাসুদ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।