ছিটমহলে ট্রাভেল কাম আইডেনটিটি পাস বিতরণ শুরু


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মধ্যে থেকে ১৯টি ছিটমহল থেকে ভারতে যাওয়ার জন্য আবেদনকারী ৯৮৭ জনকে ট্রাভেল কাম আইডেনটিটি কার্ড বিতরণ শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার ও মঙ্গলবার দুদিন চলবে এ ট্রাভেল পাস বিতরণ কার্যক্রম।

সোমবার সকাল ১০টায় ভারতে বসবাসের জন্য আবেদনকারীদের লালমনিরহাট জেলার ১৩৫ নং উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দাদের গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটগ্রাম উপজেলার ১১৯ নং বাঁশকাটা সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের বাঁশকাটা প্রাথমিক বিদ্যালয়ে এ ট্রাভেল পাস বিতরণ শুরু হয়েছে।

এসময় ট্রাভেল কাম আইডেনটিটি কার্ড বিতরণ করেন ভারতীয় হাই কমিশন রাজশারী অফিসের দুই সদস্য অভিজিদ মিত্র ও অম প্রকাশ।

বাংলাদেশের পক্ষে হাতীবান্ধা উপক্ষে ছিলেন হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পি,আই,ও) ফেরদৌস আলম ও ভূমি অফিসের সদস্য আনোয়ার হোসেন।   

এ পাস দিয়ে তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কড়িডোর দিয়ে ভারতে যেতে পারবেন।

রবিউল হাসান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।