পঞ্চগড়ে ভারতীয় নাগরিকদের ট্রাভেল পাস দেয়া হচ্ছে


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশে ১১১টি বিলুপ্ত ভারতীয় ছিটমহলের মধ্যে যেসব অধিবাসী ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে সম্মত হয়েছেন সোমবার থেকে তাদের ট্রাভেল পাস দেয়া হবে। সোমবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলোয় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

যারা এ ট্রাভেল পাস পাবেন তারা ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো সময় ভারতে যেতে পারবেন। জেলা প্রশাসন সূত্র জানায়, আজ এবং আগামীকাল মঙ্গলবার দুইদিন ট্রাভেল পাস প্রদান কাজ চলবে।

গত ৬ থেকে ১৬ জুলাই জনগণনা পঞ্চগড়ের তিন উপজেলায় বিলুপ্ত ৩৬ ছিটমহল থেকে ৪৮৭ জন ছিটমহলের বাসিন্দা ভারতে যেতে অপশন দেন। এদের মধ্যে সদর উপজেলায় চার জন, বোদা উপজেলায় ৫২ জন এবং দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ছিটমহল থেকে ৪৩১ জন ভারতের নাগরিকত্ব বজায় রাখতে জনগণনায় অপশন দেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।