রুহুল আমিন কারাগারে, ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ৩১ মে ২০১৯

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় কারাগারে থাকায় দলের সিনিয়র সহসভাপতি মো. মফিজুল হককে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন একটি মামলায় কারাগারে থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মফিজুল হককে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হলো।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে জরুরি সভায় দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, মাদসারাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ১৯ এপ্রিল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ৩০ মে রুহুল আমিনসহ ১৬ জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আদালতে চার্জশিট জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।