সেন্টমার্টিনে সাগর থেকে ৫৮ রোহিঙ্গা বোঝাই ট্রলার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ৩১ মে ২০১৯

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে রোহিঙ্গাবাহী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা ট্রলার থেকে ২ দালালসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জুয়েল রানা।

তিনি জানান, স্থানীয় জেলেদের দেয়া তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে চারদিকে তল্লাশি অভিযানে নামে কোস্টগার্ড। এক পর্যায়ে সন্ধ্যার দিকে তাদের খুঁজে পায়।

তিনি আরও জানান, তাদের মধ্যে ২ জন দালালসহ ৫৮ রোহিঙ্গা রয়েছে। তাদের সবাইকে সেন্টমার্টিনে নিয়ে আসা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত এক মাসে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া পাচারকালে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে স্ব স্ব রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয় এবং উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই নারী।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।