ঈদের পোশাক পেয়ে কাঁদলেন বৃদ্ধাশ্রমের মায়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:০৫ পিএম, ৩০ মে ২০১৯

বৃদ্ধাশ্রমের বাসিন্দারা হাসলে হাসে একঝাঁক তরুণ-তরুণী। তাই ঈদের হাত খরচ বাঁচিয়ে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধা মায়েদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলেন ফেসবুক গ্রুপ ‘হেব্বি’ নামের একটি অনলাইনভিত্তিক সংগঠনের তরুণ-তরুণীরা।

বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের রাহমা সেন্টার বৃদ্ধাশ্রমের ৩০ জন বৃদ্ধার মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন তারা। ঈদের পোশাক পেয়ে খুশি হয়েছেন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন- রাহমা সেন্টার বৃদ্ধাশ্রমের পক্ষে ফজল মাহমুদ ও মাহবুবুর রহমান। ‘হেব্বি’ সংগঠনের প্রধান জাহান লিমনসহ সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

eid-2

তরুণ-তরুণীদের সংগঠন থেকে ঈদের উপহার সামগ্রী পেয়ে কেঁদে ফেলেন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধা মায়েরা। সংগঠনের কর্মীদের জড়িয়ে ধরে অনেক মা কাঁদেন। কিছু সময়ের জন্য আপনজনের সান্নিধ্য পান বৃদ্ধাশ্রমের এই বাসিন্দারা।

সংগঠনের প্রধান জাহান লিমন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা ‘হেব্বি গ্রুপ’ একটি অনলাইনভিত্তিক সেবামূলক সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যক্তি উদ্যোগে নিজেদের ছোট ছোট সঞ্চয়কে একত্রিত করে সমাজের দরিদ্র ও পথশিশুদের মুখে হাসি ফোটানোর কাজ করে যাচ্ছি আমরা। আগামী ১ জুন ৭০ জন দরিদ্র শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।