রাস্তায় গান গাওয়া বৃদ্ধের ঝুলিতে মিলল ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩০ মে ২০১৯

খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের কাছ থেকে তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর জুট মিলের সামনে তার কাছ থেকে এই টাকা পাওয়া যায়।

khula

খালিশপুর থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, সকালে ছেলেধরা মনে করে এলাকাবাসী আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করে। এ সময় তার ঝুলিতে কী আছে দেখতে চান এলাকাবাসী। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

khula

ওসি আরও বলেন, টাকাগুলো এখন পুলিশের হেফাজতে। বৃদ্ধ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি আয় করেছেন। তবে এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সেখান থেকে বৃদ্ধের বিষয়ে যা করতে বলা হবে তাই করবে পুলিশ। টাকাগুলো আদালতের জিম্মায় দেয়া হবে।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।