কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৯ মে ২০১৯
প্রতীকী ছবি

কুমিল্লায় মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (২৫) ও মাসুদ (২০) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্নারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্নারা গ্রামের একটি মসজিদের মিনারের কাজ করার জন্য বাঁশের মই ব্যবহার করা হচ্ছিল। কিন্তু অসাবধানতাবশত মইয়ের একটি কাঁচা বাঁশ পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে যুক্ত ছিল। সে অবস্থাতাতেই ওই দুই শ্রমিক মই দিয়ে মিনারে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে সবুজ মন্নারা গ্রামের আতাউর রহমানের ছেলে এবং মাসুদ হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর উপজেলার মাসুকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কারো কোনো অবহেলা ছিল কি-না তা খতিয়ে দেখা হবে।

মো. কামাল উদ্দিন/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।