ধান না কেনায় কৃষকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৯ মে ২০১৯

পিরোজপুর সদর উপজেলায় ধান না কেনায় খাদ্য গুদামের সামনে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খাদ্য গুদামে ধান নিয়ে আসা কৃষকরা এ বিক্ষোভ মিছিল করেন।

কৃষকদের অভিযোগ, তাদেরকে ধান নিয়ে খাদ্য গুদামে আসতে বলার পরও তাদের কাছ থেকে ধান সংগ্রহ করেনি খাদ্য বিভাগের কর্মকর্তারা। ধান বহনের জন্য কৃষকদের সরকারিভাবে ধানের বস্তাও সরবরাহ করেছে খাদ্য বিভাগ। এছাড়া স্থানীয় বিভিন্ন দালালের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে ধান কিনছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

Pirojpur

কৃষকদের অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীত চাকমার সঙ্গে কথা বলতে তার অফিসে গেলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষেপে যান। এ বিষয়ে তিনি কথা বলতে অস্বীকার করেন।

এ বছর পিরোজপুরের ৭টি উপজেলায় ৬৮৬ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।