ঢাকা-আরিচা মহাসড়কের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ মে ২০১৯

সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট ও ধামরাই ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের স্ট্যাট অ্যান্ড ‘ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে সড়কে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক টিনশেড ও আধাপাকা দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।