চট্টগ্রামে রেল স্টেশন থেকে চার ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৯ মে ২০১৯

চট্টগ্রাম নগরের বটতলীর নতুন রেল স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) ভোরে স্টেশনের গণশৌচাগারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম সুমন (৩২), মো. মোক্তার হোসেন প্রকাশ মোক্তার (৩৬), মো. আবির হোসেন (১৪) ও মো. তুহিন (২৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঈদকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষ আর মার্কেট এলাকায় শপিং করতে আসা মানুষদের তারা টার্গেট করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ওই চার ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।