মিরসরাইয়ে বাস উল্টে নারী পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৮ মে ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় স্টার লাইন পরিবহনের বাস উল্টে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১৫ যাত্রী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সেতারা আক্তার (৩৫)। তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম ভূঁইয়ার স্ত্রী।

accident

মিরসরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল আজম রবিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল স্টার লাইন পরিবহনের বাসটি। এ সময় বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন সেতারা আক্তার। তাকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সেতারার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

আবু আজাদ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।