ফজরের নামাজ পড়ানো হলো না ইমামের
ময়মনসিংহের নান্দাইল থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে সাহরির পর সাইকেল চালিয়ে বাড়ি থেকে মসজিদে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে নান্দাইল মডেল থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম নান্দাইল উপজেলার ধরুয়া গ্রামের বাসিন্দা। তিনি নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম ভোররাতে সাহরি করে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে মসজিদে আসার সময় নান্দাইল মডেল থানার মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই নান্দাইল উপজেলা পরিষদের সামনে ব্রিজের মোড় বাসস্ট্যান্ড থেকে ওই ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।
নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরএআর/এমকেএইচ