হঠাৎ ঝড়ে ৪টি মাছ ধরার নৌকাডুবি, একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৭ মে ২০১৯
ফাইল ছবি

হাকালুকি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার শরীফ মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হাশিম (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। রোববার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে। তবে সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পাওয়া যায়নি।

নিহত শরীফ মিয়া উপজেলার সোনাপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাকালুকি হাওরের পানিতে নৌকাযোগে প্রতিদিন রাতে হাওর তীরবর্তী বাসিন্দারা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মাছ ধরেন। রোববার মাছ ধরার সময় রাত ১টায় প্রচণ্ড ঝড় শুরু হয়। প্রায় এক ঘণ্টার ঝড়ে ২/৩টি নৌকা পানিতে ডুবে যাওয়ায় চারজন নিখোঁজ হন। ঝড় কমলে অন্যান্য নৌকার লোকজন ছুটে এসে স্থানীয় সোনাপুর গ্রামের সাত্তার মিয়াসহ দুইজনকে জীবিত উদ্ধার করলেও সাত্তার মিয়ার ছেলে শরীফ মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। তবে বেলাগাঁও গ্রামের আব্দুল হাশিম (৬৫) এখনও নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সোমবার বিকেলে জাগো নিউজকে জানান, নিখোঁজ আব্দুল হাশিমের সন্ধানে হাওরে অনুসন্ধান চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা নিজেরাও খুঁজেছি কিন্তু এখন পাইনি।

রিপন দে/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।