ডিসেম্বরে শুরু হবে মহিপালের উড়াল সেতুর কাজ


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৬৩৩ মিটার দৈর্ঘের ছয় লেন বিশিষ্ট উড়াল সেতুর কাজ চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে ফেনীর মহিপালে ছয় লেন বিশিষ্ট উড়াল সেতুর কাজ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে তিন বছরের মধ্যে এ কাজের সমাপ্তি ঘটবে।
এ সময় মন্ত্রী আশা করেন উড়াল সেতু চালু হলে যানজট অনেকাংশে কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, মেজর জুলফিকার, মেজর সাদেক,ক্যাপ্টেন সাত্তার প্রমুখ।

জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।