ঘুমের মধ্যেই অঙ্গার হলো ছোট্ট রোজামনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৬ মে ২০১৯

পঞ্চগড়ে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে অগ্নিদগ্ধ হয়ে রাদিয়া আক্তার রোজামনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোজামনি জেলা সদরের হেলিপ্যাড এলাকার হোটেল শ্রমিক রমজান আলীর মেয়ে।

পুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে মা জেসমিন আক্তার পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পরই ওই ঘরে আগুন দেখা যায় এবং মুহূর্তে আগুন পুরো ঘর ছেয়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশু রোজামনি।

খবর পেয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সবনম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরইমধ্যে একটি ঘর পুড়ে যায়। ঘরে থাকা শিশুটিও পুড়ে মারা যায়। স্থানীদের ধারণা বিদ্যুতের শর্টসার্কিটের আগুন থেকে ঘটনাটি ঘটেছে। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

সফিকুল আলম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।