ভারতীয় নাগরিকসহ বেনাপোলে আটক ৪


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৯ অক্টোবর ২০১৪

বেনাপোলে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পুটখালি সীমান্ত থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের মুম্বাইয়ের কুমারী পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে সেলিম খান (৩৫), বাগেরহাট জেলার রামপাল থানার মহর আলীর মেয়ে নাজমা খাতুন (২৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার আব্দুল হামিদের মেয়ে অনামিকা (২৪) ও নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান (৩০)।

পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার সামছুর রহমান জানান, ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।